ইংল্যান্ডের জয় চান বাংলাদেশ দলের কোচ

শিরোনাম দেখে হয়ত অনেকে মেজাজ হারিয়েছেন।অনেকে বাজে মন্তব্যও করে ফেলেছেন। বিশ্বকাপে শনিবার (৮ জুন ) ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আশায় প্রার্থনায় পুরো বাংলাদেশ, সেখানে প্রতিপক্ষের জয় চান বাংলাদেশ দলের কোচ!উত্তেজিত হওয়ারও কোনো কারণ নেই। নিজ দেশের জয় কামনা করাই স্বাভাবিক। তাই স্বাভাবিকভাবে ইংল্যান্ডের জয়ের প্রার্থনা করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে।

বাংলাদেশ ফুটবল দল নিয়ে একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছেন জেমি। কাতারকে হারিয়ে ৩৯ বছর বয়সী এ কোচ বাংলাদেশকে প্রথমবারের মতো নিয়ে গিয়েছেন এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে। বিদেশের মাটিতে জিততে ভুলে যাওয়া স্বাদটাও ফিরিয়ে এনেছেন তিনি। বিশ্বকাপ প্রাক বাছাইপর্বে লাওসকে তাদের মাটিতে ১-০ গোলে হারিয়ে কাল রাতেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। এখন ১১ জুনের অপেক্ষা ফিরতি পর্বের ম্যাচের জন্য। ফুটবল নিয়েই তার রাজ্যের ব্যস্ততা।

তবে জেমির নিজ দেশে যখন চলছে ক্রিকেট বিশ্বকাপ, যেখানে আবার শিরোপার অন্যতম দাবিদারও ইংল্যান্ড— তাই ক্রিকেটের খোঁজ খবর তো জেমিকে রাখতেই হয়। আজ ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচে মাতৃভূমিকে এগিয়ে রাখছেন জেমি। তিনি বলেন, ‘খুব সহজেই জিতবে ইংল্যান্ড। বড় জোর একটু প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।’

ইংল্যান্ড হেরে গেলে কী করবেন তাও ঠিক করে রেখেছেন জেমি, ‘খেলোয়াড়দের (বাংলাদেশের ফুটবলার) সঙ্গে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে বাজি ধরেছি। ইংল্যান্ড হেরে গেলে আর রুম থেকে বের হওয়া যাবে না।’

গত বছর মে মাসে বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করেছেন জেমি। সফলভাবে এক বছরের মেয়াদ পূরণ করাই জেমির সঙ্গে আবারও এক বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ এখন তার কাছে ‘দ্বিতীয় ঘর’। মাতৃভূমি ইংল্যান্ডের পর বাংলাদেশের সঙ্গেই থাকছে তার সমর্থন, ‘ইংল্যান্ডের পরে আমি বাংলাদেশের সমর্থক। যেহেতু বাংলাদেশ আমার দ্বিতীয় দেশ, তাই এবার বিশ্বকাপে মন প্রাণ দিয়ে দলটিকে সমর্থন করব। বিশ্বকাপে দলটি কত দূর যাবে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে আমি বাংলাদেশকে সমর্থন দেব।’

বাংলাদেশ দলে জেমির একজন পছন্দের খেলোয়াড়ও আছেন—তামিম ইকবাল, ‘বাংলাদেশের তামিম ইকবালকে আমার ভালো লাগে। সে ২০১১ সালে নটিংহামশায়ারের হয়ে ইংলিশ কাউন্টি খেলেছিল। সেখান থেকেই আমি তাকে চিনি। সে খুবই ভালো ব্যাটসম্যান। আমার স্পষ্ট মনে আছে নটিংহামশায়ারের হয়ে খেলেছিল। এ ছাড়া বাংলাদেশের অন্য কোনো খেলোয়াড়ের নাম আমার জানা নেই।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর