বাংলাদেশের বিপক্ষে যে ১১ যোদ্ধা নিয়ে নামছে ইংল্যান্ড

বিশ্বকাপের আয়োজক দেশ বলে কথা।উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছে মরগানরা।১০৪ রানে প্রোটিয়াদের থামিয়ে দিয়েছে স্বাগতিকরা।কিন্তু পরের ম্যাচে গিয়ে দেখল মুদ্রার উল্টো পিট।পাকিস্তানের কাছে হেরে যায় বিশ্বকাপের ফেবারিটরা। শ্বাসরূদ্ধকর ম্যাচে ১৪ রানে পরাজিত হয় ইংলিশরা। ফলে ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে দলটি।

এ ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ টুর্নামেন্টের ডার্ক হর্স বাংলাদেশ। শনিবার (৭ জুন) বিকাল সাড়ে তিনটায় কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গড়াবে দুই দলের লড়াই। স্বভাবতই নিজেদের তৃতীয় ম্যাচে জয় চায় মরগান বাহিনী। ইতিমধ্যে রণকৌশল সাজিয়ে ফেলেছে তারা।

তুলনামূলক পেসে দুর্বল বাংলাদেশ। সেই কথা মাথায় রেখে পরিকল্পনা এঁটেছে ইংল্যান্ড। নিয়মিত চার পেসারের সঙ্গে বাড়তি আরেকজন ফাস্ট বোলার নিয়ে নামতে পারে দলটি।

ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান অবশ্য জানিয়েছেন, তাদের একাদশে অন্তর্ভুক্তি হতে পারেন আরেকজন পেসার, ‘আরেকটা দিন উইকেট কাভারে ঢাকা থাকল। যে উইকেটে এখন পর্যন্ত খেলা হয়েছে কিছুটা সবুজ ও পেসবান্ধব। হ্যাঁ, একটা সম্ভাবনা আছে (পরিবর্তনের)।’

এ ক্ষেত্রে প্লাংকেটের কপাল খুলতেদ পারে।আর তা হলে বাদ পড়তে পারেন আদিল রশিদ। গেল ম্যাচে খরুচে বোলার ছিলেন তিনি। সরফরাজদের বিপক্ষে মাত্র ৫ ওভারে ৪৩ রান দেন এ স্পিনার। এছাড়া একাদশে আর পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশঃ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলি, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ/লিয়াম প্লাংকেট ও মার্ক উড।

তথ্যসূত্র: ক্রিকট্রেকার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর