উলামায়ে কেরাম নবী-রাসুলের উত্তরসূরি হিসেবে হক কথা বলবেন

হক ও ন্যায়ের কথা বলতে উলামায়ে কেরাম কারোর রক্তচক্ষুকে ভয় করেনা বলে জানিয়েছেন, হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, উলামায়ে কেরাম নবী-রাসুলের উত্তরসূরি হিসেবে হক কথা বলবেন।

শুক্রবার(১ জানুয়ারি) চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে এ মন্তব্য করেন বাবুনগরী।

বাবুনগরী বলেন, পবিত্র কোরআনে নবী-রাসুলদের মৌলিক ৪টি কাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে ইরশাদ করেন, তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন, যিনি তাদেরকে তার আয়াত গুলো পড়ে শুনান। অথচ এর আগে তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। নবীগণের এ কাজ চলমান থাকবে।

তিনি আরও বলেন, আমাদের নবী হযরত মুহাম্মাদ (সা.) এর অবর্তমানে এ কাজ সম্পাদন করবেন হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নবী-রাসুলের উত্তরসূরি হিসেবে দীপ্ত কণ্ঠে জাতির সামনে হক কথা বলবেন। হক ও ন্যায়ের কথা বলতে উলামায়ে কেরাম কারো রক্তচক্ষুকে ভয় করেন না।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর