বিরাট কোহলিকে জরিমানা

জরিমানা গুণলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গুরুগ্রামের পৌরসভার পক্ষ থেকে বিরাট কোহলিকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পানীয় জল দিয়ে কোহলির গাড়ি ধুয়েছিলেন তার বাড়ির পরিচারক। এই অভিযোগে তাকে জরিমানা গুণতে হয়েছে।

কোহলির গুরুগ্রামের বাসস্থান ডিএলএফ ফেজ-১-এ হাফ ডজন গাড়ি আছে। এবিপি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছরের তারকার প্রতিবেশীরা অভিযোগ দায়ের করেন হাজার হাজার লিটার পানীয় জল দিয়ে তার পরিচারকরা গাড়ি ধুয়ে নষ্ট করছেন।

এই মাসে তাপপ্রবাহের ফলে উত্তর ভারতে পানীয় জলের অভাব দেখা দিয়েছিল। ওই এলাকার বাকি বাড়িগুলির বিরুদ্ধেও একই অভিযোগে জরিমানা করেছে পৌরসভা।

কোহলি এই মুহূর্তে ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিযোগিতার শেষ দল হিসেবে ভারত তাদের অভিযান শুরু করেছে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর