পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ শেষ পর্যন্ত আর হলো না

বৃষ্টির কারণে ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে।

ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল শুক্রবার (৭ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু বৃষ্টির কারণে মাঠে টস-ই গড়ায়নি। প্রায় ছয় ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে আম্পায়াররা দুই দফা মাঠ পরিদর্শন করেন। মাঠের কয়েক জায়গায় পানি দেখা গেছে।আম্পায়ার নাইজেল লং ও ইয়ন গোল্ড দ্বিতীয় দফা পরিদর্শন শেষে বলেছিলেন, সাড়ে নয়টায় শুরু হবে। কাজেই পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ শুরুর প্রস্তুতিও চলছিল। এরপরই গোষণা আসে পরিত্যাক্তের।

এর আগে দুটি করে ম্যাচ খেলেছে পাকিস্তান-শ্রীলঙ্কা।উভয় দল একটিতে হেরেছে, একটিতে জিতেছে।

১৯৭৫ সালে যাত্রা করে বিশ্বকাপ। এখন পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্টে সাতবার মুখোমুখি হয়েছে শ্রীলংকা-পাকিস্তান। সব কটিতেই জয়ী হয়েছে পাকিস্তান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর