পাকিস্তান-শ্রীলঙ্কাকে সুখবর দিল আম্পয়ার

বিশ্বকাপের একাদশতম ম্যাচে শুক্রবার (৭ জুন) ব্রিস্টলে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হওয়ার কথা ছিলো পাকিস্তান-শ্রীলঙ্কার। কিন্তু তার আগেই বৃষ্টি বাগড়া বসিয়েছে সরফরাজ-করুনারত্নদের ম্যাচে।যার কারণে নির্ধারিত সময় বিকাল তিনটায় টসও মাঠে গড়ায়নি।প্রায় চার ঘন্টা অনবরk বৃষ্টি হয়েছে সেখানে।তবে এখন বৃষ্টি থেমেছে।মাঠ আম্পায়ার জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে কিছুক্ষণ পর মাঠে টস গড়াবে।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করে।

ব্রিস্টলের আবহাওয়া শুভকর কোনো বার্তা দিচ্ছে না।কারণ ইংল্যান্ডের আবহাওয়া এমনই।এই তো বৃষ্টি আবার আড়াল থেকে সূয্যি মামার হাসি।

দুই দলের জন্যই খেলাটি বেশ গুরুত্বপূর্ণ।কারণ ইতিপূর্বে সরফরাজ-করুনারত্নেরা দু্টি ম্যাচ খেলে একটিতে হেরেছে এবং একটিতে জিতেছে।আজকের ম্যাচটি না হলে দু’দলের জন্য ক্ষতি হয়ে যাবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর