শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের লাবসা গ্রামের ঢাকায় অবস্থানরত যুবকদের স্বেচ্ছাসেবী সংগঠন লাবসা বয়েজ ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লাবসা ফুটবল ময়দানে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শেখ আকিল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবসা পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেখ আব্দুল আলীম, আব্দুল্লাহ আল মামুন (রতন), কাজী আনোয়ার মাহমুদ, শেখ আবু তুষার, মোঃ আবুল বাশার ও মীর মোশাররফ আলী।
লাবসা বয়েজ ঢাকার আয়োজনে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ছোট-বড়দের সমন্বয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় অবস্থানরত যুবকদের উপস্থিতি সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার শত শত যুবকরা উক্ত খেলাটি উপভোগ করেন। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লাবসা বয়েজ ঢাকার অন্যতম সদস্য শেখ শাকিল আহমদ।