বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

ওয়ানডে স্বপ্নের ফর্মে বিরাট কোহলির ভারত। তাই বিশ্বকাপে ফিবারিট তকমা নিয়ে-ই ইংল্যান্ড পাড়ি দিয়েছেন তারা। চলমান বিশ্বমঞ্চে শুরুটাও দুর্দান্তভাবে করেছে কোহলি বাহিনী। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছেন তারা। প্রোটিয়া-বাহিনীর বিরুদ্ধে এই দুর্দান্ত জয়ের পরে অনেকেই কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পেতে শুরু করেছেন।সোশ্যাল মিডিয়ার একটা অংশ অভিযোগ করছেন, ভারতীয় দলের কথা মতোই উইকেট তৈরি করা হয়েছে। নিজেদের পছন্দের উইকেটের সুবিধা নিয়েই প্রথম ম্যাচে ফ্যাফ ডু প্লেসিদের হারিয়েছে টিম ইন্ডিয়া।

এ নিয়ে সরব সোশ্যাল মিডিয়া। অনেকে বলছেন, ভারতীয় দলের মতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেট বানানো হয়েছে। তাদের দাবি, নিজেদের পছন্দের উইকেট বানিয়েই প্রোটিয়াদের হারিয়েছে ভারত।

একদল মনে করেন, আর্থিক দিক দিয়ে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে স্বচ্ছল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই প্রভাব খাটিয়ে নিজেদের পছন্দের মতো উইকেট তৈরি করার জন্য আইসিসিকে জোর করেছে বোর্ড। সেটা ফেলতে পারেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

অনেকেই দাবি করছেন,আর্থিক দিক থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সব চেয়ে স্বচ্ছল। সেই জোর খাটিয়ে ভারতীয় বোর্ড নিজেদের পছন্দের মতো উইকেট তৈরি করার জন্য জোর দিয়েছে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল খেলেছে ভারত। এটা মানতে হবে। আর ভাল খেলার জন্যই ম্যাচটা জিতেছে ভারত। এর পিছনে অন্য কোনও কারণ নেই।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর