আইপিএলের ১৩তম আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই অর্থের ছড়াছড়ি। বিশ্বের ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর মধ্যে সবার উপরে আছে আইপিএল। প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে আইপিএলে খেলার।

আইপিএলে একজন ক্রিকেটার যে পারিশ্রমিক পান তা অন্য লিগে পান না। একনজরে আইপিএলের ১৩তম আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ জন ক্রিকেটারকে দেখে নেওয়া যাক-

১৭ কোটি পারিশ্রমিক পেয়ে এ তালিকায় শীর্ষে আছেন বিরাট কোহলি। সমান ১৫ কোটি পারিশ্রমিক নিয়ে দুইয়ে রোহিত শর্মা ও তিনে আছেন মহেন্দ্র সিং ধোনি।

সমান সাড়ে ১২ কোটি টাকা উপার্জন করে তালিকার চারে ডেভিড ওয়ার্নার ও পাঁচে আছেন তারই স্বদেশি স্টিভ স্মিথ। এবারের আইপিএল থেকে ১১ কোটি টাকা আয় করেছেন চার ক্রিকেটার।

তারা হলেন- হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, মনিশ পান্ডে ও এবি ডি ভিলিয়ার্স। ১০ কোটি ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়ে তালিকায় দশে আছেন গ্লেন ম্যাক্সওয়েল।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর