যশোর এম এম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম)কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন।

(বুধবার২০শে মার্চ)বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।আহতরা হলেন,যশোরের খাজুরা এলাকার প্রিন্স আহম্দে ও সীমান্ত আহমেদ।প্রিন্স এমএম কলেজের ছাত্র এবং সীমান্ত সিটি কলেজের ছাত্র।

জানা যায়,মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তর সিদ্ধান্ত জানানো হয়।

এরপর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক ছালছাবিল ইসলাম জিসানের অনুসারীদের মধ্যে এমএম কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে দুজন কর্মী আহত হন।তারা জিসানের অনুসারী হিসেবে পরিচিত।

যশোর কোতোয়ালি মডেল থানার (ওসি)অপূর্ব হাসান জানান, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে।এতে দুইজন হামলার শিকার হয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর