নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

দ্বাদশ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। এবার তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিশনের প্রথম ধাপে জয় পাওয়াতে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। নিউজিল্যান্ডের বিপক্ষে উইনিং কম্বিনেশন নিয়েই খেলতে চাইবে বাংলাদেশ দল। সেক্ষেত্রে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান আগামীকালের ম্যাচে একাদশে পরিবর্তন চান না বলেই জানিয়েছেন। তাই হয়তো আগামীকাল অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর