নবীর ধাক্কায় বিধ্বস্ত শ্রীলঙ্কা

ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি লড়াইয়ে নেমেছে মোট ৩ বার।শ্রীলঙ্কা প্রথম ২ বার জিতলেও শেষ সাক্ষাতে আফগানরা বিধ্বস্ত করেছে সিংহলিদের। বিশ্বকাপের আসরে দু’দল একবার মাত্র একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। গত বিশ্বকাপের সেই ম্যাচে শ্রীলঙ্কা পরাস্ত করে আফগানদের।

তারও আগে ২০১৪ এশিয়া কাপের ম্যাচে দু’দলের প্রথম সাক্ষাতে শ্রীলঙ্কা জয় তুলে নেয় যুদ্ধ বিধ্বস্ত আফগানদের বিরুদ্ধে। তবে গত বছর এশিয়া কাপ থেকে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো শুরু করে আফগানিস্তান।এবার বিশ্বকাপের আসরে শ্রীলঙ্কার বিরুদ্ধে হিসাব মিটিয়ে নিতে মরিয়া দেখাচ্ছে আফগানদের।

কার্ডিফের প্রথম ইনিংসে নজর দিলে আফগানিস্তানের দাপটই চোখে পড়া স্বাভাবিক। বোলিং সহায়ক পরিস্থিতিতে টসে জিতে আফগান অধিনায়ক গুলবদিন নায়েব প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কাকে৷ শুরুটা দারুণ করলেও ওপেনিং জুটি ভাঙার পর থেকে নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।

দিমুথ করুণারত্নে ও কুশল পেরেরার ওপেনিং জুটি ১৩ ওভারে ৯২ রান তোলে৷ ১৪তম ওভারের প্রথম বলেই করুণারত্নেকে আউট করেন মোহাম্মদ নবি৷ আউট হওয়ার আগে শ্রীলঙ্কা অধিনায়ক ৪৫ বলে ৩০ রান করেন।

থিরিমানেকে সঙ্গে নিয়ে পেরেরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বটে। তবে ২২ তম ওভারে নবী তিনটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কা শিবিরে মোক্ষম আঘাত হানেন। তিনি ফিরিয়ে দেন থিরিমানে (২৫), কুশল মেন্ডিস (০) ও অ্যাঞ্জেলো ম্যাথিউজকে (০)। ধনঞ্জয়া ডি’সিলভা খাতা খোলার আগেই উইকেট দেন হামিদ হাসানকে। থিসারা পেরেরা আত্মহত্যার ঢংয়ে ২ রান করে রানআউট হন।

উদানা ১০ রান করে দাওলত জাদরানের বলে বোল্ড হন৷ কুশল পেরেরার মূল্যবান উইকেটটি তুলে নেন রশিদ খান।সাজঘরে ফেরার আগে পেরেরা ৮টি বাউন্ডারির সাহায্যে ৮১ বলে ৭৮ রানের লড়াকু ইনিংস খেলেন।

পেরেরা আউট হওয়ার পরেই বৃষ্টিতে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সেই সময় শ্রীলঙ্কা ৩৩ ওভারে ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৮২ রান তুলেছে। নবী ৯ ওভারে ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন৷।বৃষ্টির পর কোটার বাকি ১ ওভারে আর একজন সিংহলি ব্যাটসম্যানকে ফেরাতে পারলেই বিশ্বকাপের আসরে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি।শেষ পর্যন্ত ২০১ রানে লঙ্কানরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর