পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে সরকারি শিশু পরিবারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৯ আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী কানিজ সুলতানা (এমপি)।

সোমবার (৩ জুন) দুপুরে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শীলা নারী দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সরকারি শিশু পরিবারের তত্বাবধায়ক ও কর্মকর্তা বৃন্দ এবং মহিলা আওয়ামীগের কর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী কানিজ সুলতানা এমপি শিশুদের বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারে বঙ্গবন্ধু এবং মুক্তযুদ্ধ সম্পর্কিত বই পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু সর্ম্পকে জানতে পারবে।

এসময় তিনি কর্ণার তৈরির উদ্যোগ গ্রহণ করায় শিশু পরিবারের সকলকে ধন্যবাদ জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর