বিষ খাইয়ে ১৯৩ কবুতর হত্যা

নাটোরের বড়াইগ্রামে আলম হোসেন নামে এক কৃষকের জমিতে ছিটানো গম বীজ খেয়ে ১৯৩টি কবুতর মারা গেছে। ছিটানো গমে মেশানো বিষ থেকেই কবুতরগুলোর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর বেড়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ইঁদুর ও পাখির হাত থেকে ফসল রক্ষা করতে জমিতে বিষ মেশানো গম ছিটিয়েছিলেন একই এলাকার নবীর উদ্দীনের ছেলে কৃষক আলম হোসেন।

এ বিষয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে দুই বিঘা জমিতে বিষ মেশানো গম বীজ বপণ করেন কৃষক আলম হোসেন। শুক্রবার সকালে আশেপাশের এলাকা থেকে এসে বিষ মেশানো গম বীজ খেয়ে মুহূর্তেই ১৯৩টি কবুতর মারা যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর