শেখ মনির জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সিটির আলোচনা ও দোয়া

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া করেছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

আমির হোসেন আমু বলেন, স্বাধিকার আন্দোলন, ৬ দফা, মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি। তিনি জাতির পিতার নির্দেশে মুজিব বাহিনী গঠন করে পূর্বাঞ্চল কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। তরুণদের নিয়ে গঠন করেছিলেন যুবলীগ। তিনি আজ বেঁচে থাকলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় আরও অনেক পথ এগিয়ে যেতে পারত।

এতে শেখ মনির রাজনৈতিক অবদান ও তার আদর্শ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিরা অংশ নেন।

শেখ মনি সবসময় বঙ্গবন্ধুর আদর্শ লালন করতেন জানিয়ে সবাইকে রাজনীতিতে ভাল কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে শেখ মনির রুহের মাগফেরাত কামণা করে দোয়া করা হয়।

বার্তাবাজার/এ.এম.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর