দুপুরের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবার প্রবেশ নিষেধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকাল ৩টার পর থেকে শিখার্থীসহ কেউ প্রবেশ করতে পারবে না উল্লেখ করে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনা মহামারি প্রতিরোধে জারি করা নিষেধাজ্ঞার নোটিশটি বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে টানানো হয়েছে।

ঝুলিয়ে রাখা নোটিশে উল্লেখ করা আছে, করোনাজনিত কারণে বিকেল ৩টার পর থেকে শিক্ষার্থীসহ বহিরাগত ও দর্শনার্থী কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

এই নোটিশটি সামাজিক মাধ্যমে নোটিশটি ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। এতে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকেল ৩টার পর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে শিক্ষার্থীদের কারো জরুরি প্রয়োজন থাকলে গেটম্যানকে আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবে। আমি গেটম্যানকে নির্দেশনা দিয়ে দিয়েছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর