অধিগ্রহনকৃত ভূমির মূল্য পরিশোধের দাবিতে মানবন্ধন

ফরিদপুরের সালথা উপজেলার সদ্য নির্মিত বাইপাস সড়কের অধিগ্রহনকৃত ভূমির মুল্য পরিশোধের দাবিতে মানবন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী।

আজ শুক্রবার সকালে সালথার বাইপাস সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ফাতেমা বেগম, সেলিনা আক্তার, লাভলী বেগমসহ স্থানীয়রা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সালথা উপজেলা চত্বর থেকে বাজার পর্যন্ত নতুন বাইপাস সড়কের জন্য সরকার জমি অধিগ্রহন করে। সেই জমি অধিগ্রহনের টাকা অনেকেই পেলেও উপজেলার দরজা পুরুরা মৌজার বিএস ৯২৪ নং খতিয়ানের বিএস ৩৫০ নং দাগের মোট ৬৪ শতাংশ জমির মধ্যে অসহায় ফাতেমা বেগম ও তার শরীকের ৩০ শতাংশ জমি সরকার অধিগ্রহন করে।

শরীকের অন্যরা টাকা পেলেও ফাতেমা বেগম ও তার শরীকের জমি অধিগ্রহনের কোন টাকা পাননি। তাদের নামে চেক হলেও এখনো তাদের পাওনা চেক প্রদান না করে টালবাহানা করা হচ্ছে। অবিলম্বে এ মূল্য পরিশোধের দাবি জানান তারা। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর