কক্সবাজার ইনানী পাহাড়ে এক পর্যটকের মৃত্যু

কক্সবাজারের ইনানী পাহাড়ে স্বপরিবারে বেড়াতে গিয়ে আলিফ (১৪) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটা নাগাদ এই ঘটনা ঘটে। সে গাজীপুরের শহীদুল ইসলামের ছেলে।

নিহত আলিফের সঙ্গীরা জানায়, গত ৩০ নভেম্বর ঢাকা গাজীপুর হতে নিহত আলিফের পরিবারসহ ২৪ জনের একটি দল কক্সবাজার ভ্রমনে আসে। তাদের আজ (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা ফিরে যাওয়ার কথা ছিলো। ফেরার আগে ইনানী বেড়াতে গিয়ে পাহাড়ে উঠার সময় পা পিছলে নিচে সিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাদপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার শাহীন আব্দুর রহমান ‘বার্তা বাজার’কে জানান, একজন পর্যটকের মৃতদেহ হাসপাতালে আনার পরে মর্গে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে তার শরীরে কোন ধরণের ক্ষত বা দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বার্তাবাজার/এ.এম.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর