তাহিরপুর মুক্ত দিবস পালিত

আজ ৪ ডিসেম্বর, তাহিরপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে তাহিরপুর উপজেলা ছেড়ে জামালগঞ্জ উপজেলা হয়ে সুনামগঞ্জ শহরের দিকে পালিয়ে যায়।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তান ওয়াহিদ খসরু চৌধুরী’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার প্রমূখ।

বার্তাবাজার/এ.এম.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর