জাহাজে করে ভাসানচর যাচ্ছে রোহিঙ্গারা

রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া থেকে জাহাজে তোলা হচ্ছে ভাসানচর যাওয়ার জন্য । নৌবাহিনীর সদস্যরা তিনটি ঘাট দিয়ে তাদেরকে জাহাজে তুলছেন ।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এসব রোহিঙ্গাদের জাহাজে তোলার কার্যক্রম শুরু হয়।

এর আগে নোয়াখালীর ভাসানচরে নেওয়ার জন্য কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয় এসব রোহিঙ্গাদের ২০টি বাসে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে তাদের রাখা হয় বাংলাদেশ নৌবাহিনী রেডি রেসপন্স বাথ ও বিএএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ‘ট্রান্সজিট ক্যাম্পে’। রোহিঙ্গাদের নিরাপত্তায় চট্টগ্রাম পর্যন্ত পুলিশের পাহাড়ায় আনা হয় বাসটিকে।

চট্টগ্রাম থেকে নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্বাবধানে রোহিঙ্গাদের জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।

বার্তাবাজার/এ.এম.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর