একাত্তরের ক্ষত চিরদিন রয়ে যাবে: পাকিস্তানের হাইকমিশনারকে প্রধানমন্ত্রী

১৯৭১ সালে পাকিস্তানের নৃশংসতার কথা বাংলাদেশের মানুষ কখনও ভুলতে পারবেনা উল্লেখ করে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাত্তরের ঘটনাগুলো ভোলা যায় না। সেই ক্ষত চিরদিন রয়ে যাবে।

আজ (বৃহস্পতিবার) গণভবনে পাকিস্তানের হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন।

পাকিস্তানী গোয়েন্দা সংস্থার নথিএ মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ‘সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ নিয়েও তাদের মাঝে আলোচনা হয়।

এ বিষয়ে শেখ হাসিনা বলেন, সবাই এই বই থেকে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত অনেক ঐতিহাসিক সত্য জানতে পারে।

তাছাত্র ‘অসমাপ্ত আত্মজীবনীর উর্দু সংস্করণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা পাকিস্তানে বেস্ট সেলার বই। অন্যান্য দেশের মতো পাকিস্তানেও এটি অধিক পঠিত।

হাইকমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। শেখ হাসিনাও হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানান।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন সম্পর্কে জানতে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের পরামর্শ দিয়েছেন।’

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর