এসআই’র বিরুদ্ধে চা দোকানিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

পাবনা আটঘরিয়া সারুটিয়া নূর বাজারে চায়ের দোকানদার আব্দুল মাজেদ উদ্দিন (৬০)এর বিরুদ্ধে ঈশ্বরদী থানার দালাল শরীফ ও এস আই হালিম ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার বিকেলে সারুটিয়া বাজারে নিঃশর্ত মুক্তি দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় মানববন্ধনে ভুক্তভোগীর ছেলে শাহিন উদ্দিন বলেন, আমার বাবা একজন চায়ের দোকানদার। ঈশ্বরদী থানার দালাল শরীফ আমার বাবাকে ফাঁসানোর জন্য গত ৩০ নভেম্বর সন্ধায় চা খাওয়ার নামে করে ৪/৫ জন লোক দিয়ে কৌশলে ইয়াবা এনে দোকানে লুকিয়ে রাখে। পরে ঈশ্বরদী থানার এস আই হালিমকে খবর দেয় শরীফ।

তাৎক্ষণিক এসআই হালিম ও কয়েক জন পুলিশ সদস্য এসে বাবার দোকান তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আমার বাবাকে থানায় ধরে নিয়ে যায়। পরের দিন বাবাকে মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে।

শহিন আরো জানায়, থানার দালাল শরীফকের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় আমাদের কাছে মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা চাইতো। এরই জের ধরে আমার বাবাকে ফাঁসানোর হয়েছে।

এসময় মানববন্ধনে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবী করেন এলাকার শত শত সাধারণ মানুষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর