যে কারণে ইরানের ৩০ শতাংশ মানুষ বিদ্যুৎ বিল দেয়না

বিশ্বে সামরিক কিংবা বিজ্ঞান যেকোনো খাতেই প্রচুর ক্ষমতাধর দেশ ইরানে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুতের চেয়ে কম খরচ করলে বিদ্যুৎ বিল দিতে হয়না। একইভাবে দেশটির গ্যাস ও পানি ব্যবহারেও নিয়ম করা হয়েছে। শীঘ্রই এই পদ্ধতি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

গত বুধবার (২ ডিসেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের ২৫টি প্রকল্প উদ্বোধনের সময় ইরানের প্রেসিডেন্ট এসব কথা বলেন।

ড. রুহানি জানান, ইরানের ৩৫টি করে গ্রাম প্রতি মাসেই জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে। দেশের মোট জনসংখ্যার মাঝে ৩০ শতাংশ আছে যারা অম বিদ্যুৎ ব্যবহার করে। তাই তাদেরকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়না।

তিনি আরও বলেন, ইরানের জনগণ অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবিলায় সফল হয়েছে। তারা এসবের মোকাবিলায় সঠিকভাবে প্রতিরোধ করে তুলেছে। বিশ্বের কেউই এটা ধারণাও করতে পারেনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর