পাহাড়ে আবারও সংঘাত, ইউপিডিএফ সদস্য নিহত

রাঙ্গামাটির নানিয়ারচরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনায় এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার ১৯ মাইল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম নয়ন চাকমা ওরফে সাজেক (৩৫)। সে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বাজেছড়া গ্রামের কান্দারা চাকমার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় টহল দেয়ার সময় নিরাপত্তা বাহিনীর উপর আচমকা হামলা চালায় সশস্ত্র ইউপিডিএফ বাহিনীর একদল সন্ত্রাসী। আত্মরক্ষ্মার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মারা যায় নয়ন চাকমা। তার মরদেহ ফেলে অন্য সহযোগীরা পালিয়ে যায়।

এরপর ঘটনাস্থল থেকে একটি রাইফেল, একটি রিভলবার, দুইটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি, ১৮ হাজার টাকাসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে নানিয়ারচর থানার ওসি সাব্বির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর