ভাস্কর্য নিয়ে আবারও মামুনুল হকের কঠোর বক্তব্য

বাংলাদেশ খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলামে ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নেই। সব অপশক্তিকে মোকাবিলা করেই ইসলামের বিজয় নিশ্চিত করা হবে।

বুধবার রাজধানীর পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

তিনি বলেন, ভাস্কর্য ইস্যু ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে একশ্রেণির লোক উঠেপড়ে লেগেছে। তাদেরকে উপযুক্ত জাবাব দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলনা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মুহাম্মদ উবায়দুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর