কঠিন মাদকের তালিকা থেকে মুক্তি পেল গাঁজা

গাঁজা এতোদিন ছিলো কঠিন মাদকের তালিকায়। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে গাঁজার নাম। ‘গাঁজার ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘের ঔষধ নির্ধারণী সংস্থা (ইউসিএনডি)। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় গাঁজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

গাঁজার ব্যবহার নিয়ন্ত্রণ ও নিষিদ্ধে ১৯৬১ সালে পাশ করা আইন বাতিলে গতকাল ২ ডিসেম্বর, বুধবার ভোট দেয় সদস্য রাষ্ট্রগুলো। বাতিলের পক্ষে এই ভোটে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও দক্ষিণ আফ্রিকাসহ কমিশনের আরো ২৭টি দেশ। পক্ষান্তরে ব্রাজিল, চীন, রাশিয়া ও পাকিস্তান এর বিপক্ষে ভোট দিয়েছে।

এতোদিন হিরোইন জাতীয় অন্যান্য ক্ষতিকর মাদকের শ্রেণীভুক্ত ছিলো গাঁজা। চিকিৎসাগত গুণাগুণের স্বীকৃতি দিতে গতকাল গাঁজার উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

এদিকে জাতিসংঘের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক ড্রাগ পলিসি কনসোর্টিয়াম।

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর