অ্যাসাইনমেন্ট দিতে যাওয়া স্কুলছাত্রীকে নিয়ে পালাল দপ্তরি

ময়মনসিংহের গফরগাঁওয়ে অ্যাসাইনমেন্টের খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রীকে নিয়ে স্থানীয় বিদ্যালয়ের দপ্তরি পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই দপ্তরির নাম শরিফ মিয়া (২৫)। সে উপজেলার ধোপাঘাট শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার একতি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী (১২) অ্যাসাইনমেন্ট জমা দিতে মঞলবারে সকালে স্কুলে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে ধোপাঘাট এলাকায় রাস্তা থেকে ধোপাঘাট শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দফতরি শরিফ মিয়া ছাত্রীকে তুলে নিয়ে যান।

ওই স্কুলছাত্রীর মা জানান, শরিফ মিয়া দীর্ঘদিন ধরে আমার মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করত। ঘটনার দিন সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শরিফ তার সহযোগীদের নিয়ে আমার মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর