কর্ণফুলীর উত্তর পাড়ে বন্দরের উচ্ছেদ অভিযান

কর্ণফুলী নদীর উত্তর পাড়ে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বুধবার (০২ ডিসেম্বর) কর্ণফুলীর উত্তর পাড়ের ব্রিজঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত পরিচালিত উচ্ছেদ অভিযানে শতাধিক কাঁচা স্থাপনা উচ্ছেদ করে ২ একর ভূমি উদ্ধার করা হয়েছে।

বন্দরের অথরাইজড অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ বলেন, অবৈধ স্থাপনা ও দখলদারদের দরুন বন্দরের জায়গার পাশাপাশি কর্ণফুলীর পরিবেশ দিন দিন নষ্ট হয়ে চলেছে। তাই নিয়মিত প্রক্রিয়া স্বরূপ বন্দরের জায়গা হতে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। বুধবার ১০১টি কাঁচা স্থাপনা উচ্ছেদ করে ২ একর ভূমি দখলমুক্ত করা হয়েছে। পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী এস্টেট ম্যানেজার মুহাম্মাদ শিহাব উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ১৫ জন শ্রমিক ও ২০ জন আনসার সদস্য।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর