লিটনের ৭৮ রানের ঝড়ো ব্যাটিংয়ে, চট্টগ্রামের সর্বোচ্চ সংগ্রহ

টস হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ চট্টগ্রামকে আদর্শ সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার।

আজ (বুধবার) জ্বলে উঠলেন এ ওপেনার দুই ড্যাশিং। যাদের আগুনে পুড়ল মিনিস্টার গ্রুপ রাজশাহী। চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে হারিয়ে সংগ্রহ করে ১৭৬ রান। লিটন খেলেছেন এবারের সর্বোচ্চ ব্যক্তিগত ৭৮ রানের ইনিংস। শেষপর্যন্ত অপরাজিতই ছিলেন লিটন।

চট্টগ্রামের দলীয় ৬২ রানের সময় সৌম্য সরকার ক্যাচ আউট হওয়ার আগে ২৫ বলে ৪ চার ও ২ ছয়ের মারে ৩৪ রান করেন। তার পর অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১২ বলে ১১ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। দলীয় ৯৬ রানে শামসুর রহমান শুভ ঠিক একই ভাবে ২ বলে ১ রান করে বোল্ড হয়ে যান। শেষ ওভারে আউট হন মোসাদ্দেক। তার সংগ্রহ ২৮ বলে ৪২ রান।

চট্টগ্রামের ইনিংস পৌঁছায় ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রানে। শেষপর্যন্ত লিটন অপরাজিত থাকেন ৫৩ বলে ৯ চার ও ১ ছয়ের মারে ৭৮ রান করে।

রাজশাহীর পক্ষে বল হাতে একাই ৩ উইকেট নেন মুকিদুল মুগ্ধ। এছাড়া ফরহাদ রেজা ও আনিসুল ইমনের ঝুলিতে যায় একটি করে উইকেট।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর