সৌদির আগ্রাসনে প্রতি ১০ মিনিটে এক শিশুর মৃত্যু হচ্ছে

ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একজন করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সৌদি আরবের নেতৃত্বে পরিচালিত কথিত আরব জোটের আগ্রাসন ও অবরোধের কারণেই এসব শিশু প্রাণ হারাচ্ছে বলে জানিয়েছে বিভাগটি।

তারা মঙ্গলবার সতর্কবার্তা জারি করে বলেছে, তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা আরও মারাত্মক হতে পারে।

জাতিসংঘের এক হিসাবে দেখা যায়, বর্তমানে ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। ইয়েমেনে ভয়াবহ এক দুর্ভিক্ষ আসতে যাচ্ছে। ইয়েমেনে যুদ্ধ বিরতি খুবই জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দারিদ্রপীড়িত দেশ ইয়েমেনে গত ৬ বছর সৌদি আরব যে আগ্রাসন চালিয়েছে তাতে কমপক্ষে ২ লাখ ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র-পার্সটুডে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর