টি-টোয়েন্টিতে দ্রুততম ৬ হাজারে তামিম প্রথম

নাসুম আহমেদের বলে লং অফ দিয়ে ছক্কা মেরে তামিম ইকবাল নিজেকে নিয়ে গেলেন নতুন ঠিকানায়। টি-টোয়েন্টিতে তামিম পূরণ করলেন ৬ হাজার রান।

বুধবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে এই অর্জন ফরচুন বরিশাল অধিনায়ক তামিমের ঝুড়িতে। তামিম অবশ্য উপলক্ষ্যটি বড় কিছু করে রাঙাতে পারেননি। আউট হয়েছেন ৩১ রান করে।

টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। গত শনিবার সাকিব বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ম্যাচ দিয়েই পূরণ করেছেন ৫ হাজার রান।

২১২ ইনিংসে এসেছে তামিমের ৬ হাজার, সাকিবের ২৮৫ ইনিংসে ৫ হাজার ১১ রান।

তামিম ও সাকিবের পর বাংলাদেশের হয়ে রানের তালিকায় আছেন মুশফিকুর রহিম। আজকের এই ম্যাচটি ৪ হাজার ৭৯ রান নিয়ে শুরু করেছেন মুশফিক। তিনি এখন পর্যন্ত খেলেছেন ১৮০ ইনিংস। আর ১৯৮ ইনিংসে ৩ হাজার ৯৪৩ রান করে পাঁচে মাহমুদউল্লাহ।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর