ঢাকা-নারায়ণগঞ্জ রেল রুটে চলাচলকারী একটি ট্রেনের চালক অদ্ভুত এক কাণ্ড ঘটালেন। চলন্ত ট্রেন থামিয়ে মুখরোচক ঝালমুড়ি কিনলেন তিনি। এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ তোলপাড় সৃষ্টি হয়।
আজ (মঙ্গলবার) রুটের উকিলপাড়া এলাকায় চলন্ত ট্রেন থামিয়ে নারী ঝালমুড়ি বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি কেনা ওই চালকের কোনো পরিচয় দিতে রাজি হননি নারায়ণগঞ্জ রেলস্টেশনের কোনো কর্মকর্তা।
এ বিষয়ে ভিডিওটি ধারণ করা স্থানীয় দিপ্ত সাহা জানান, বিষয়টা প্রায় ৫-৬ দিন খেয়াল করেছি। প্রায়শই সন্ধ্যায় বা রাতে ঢাকাগামী বা ঢাকা থেকে আসা ট্রেনটি এই এলাকায় স্লো হয়ে থেমে যায়। সোমবার ভিডিওটি ধারণ করেছি।
তবে এই অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জের স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, আমি এখনও এমন কোনো ভিডিও দেখিনি বা অভিযোগ পাইনি। যদি ট্রেন থামিয়ে ঝালমুড়ি খেয়ে থাকে, তাহলে খুব খারাপ কাজ করেছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
https://www.facebook.com/Bartabazarbd/videos/230460408464794
বার্তাবাজার/এসজে