উত্তর সিটির কুকুর সরানো হবে না: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) কোনো বেওয়ারিশ কুকুরকে অপসারণ করা হবে না বলে সাফ জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। তার সিটিতে কুকুরের কোনো ক্ষতি না করে প্রতিষেধকের মাধ্যমে রোগমুক্ত রাখার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।

আজ (মঙ্গলবার) ‘জনতার মুখোমুখি নগর সেবক’ শীর্ষক এক ফেসবুক লাইভে অংশ নিয়ে নগরবাসীদের পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

মেয়র আতিক বলেন, আমাদের এলাকার কোনো কুকুরের ক্ষতি হবে না। কোনো কুকুর নিধন করা হবে না, মারা হবে না। এমনকী স্থানান্তরও করা হবে না। এগুলোকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এসব কুকুরদের জন্য ভ্যাকসিনেশন কর্মসূচি নেওয়া হবে। আগেও নেওয়া হয়েছে। স্টেরেলাইজ করা হবে। কিন্তু কোনো কুকুর নিধন করা হবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর