বগুড়ার আদমদিঘীতে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।উপজেলার খাড়ির ব্রিজ মোড় এলাকা থেকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পোঁওতা পূর্বপাড়ার নুর ইসলামের ছেলে গোলাম রব্বানী ওরফে চঞ্চল (২৬) ও সাগরপুর গ্রামের আকবর আলীর ছেলে আসাদুল (২৮)।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।