দেখে নিন আগামী বছর বাংলাদেশের খেলার সময়সূচী

মহামারী করোনার কারণে থামকে আছে ক্রীড়াঙ্গন। ক্রিকেটও তার ব্যতিক্রম না। টানা ৯ মাস পরে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামলেও আগের মত সেই জমজমাট পরিবেশ আর নেই। তবুও সময় কারো জন্য থেমে থাকে না। আশায় সবায়ই বুক বাঁধে।

আর তাই বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি বাংলাদেশ দলের জন্যই আগামী ২০২১ সালের ম্যাচের শিডিউল করা হয়েছে। নিম্নে সেগুলো উল্লেখ করা হল।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে ৩ টেস্ট, ৩ ওডিআই ও ২ টি২০-এর একটি পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। সবগুলো খেলায় বাংলাদেশ স্বাগতিক দলের ভূমিকা পালন করবে।

ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৩ ওডিআই এবং ৩ টি২০ ম্যাচ খেলবে টাইগাররা।

মে মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। তখন ৩টি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে।

জুন মাসে এশিয়া কাপ খেলতে যাবে তামিমরা। সেখানে কমপক্ষে ৬টি টি২০ ম্যাচ খেলা হবে।

জুন-জুলাইয়ে পূর্নাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তখন ২টি টেস্ট, ৩ ওডিআই ও ৩ টি২০ ম্যাচ খেলবে তারা।

আগস্টে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। তখন ২টি টেস্ট খেলেই ফিরে যাবে কিউইরা।

সেপ্টেম্বরে ৩টি ২০ ওভারের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ৩টি ওডিআইয়ের পাশপাশি তারা টি২০ ম্যাচ খেলবে ৩টি।

অক্টোবর-নভেম্বরে টি২০ বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। সেখানে কমপক্ষে ৮টি ম্যাচ খেলা হবে বাংলার বাঘদের।

নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসতে পারে। ৩টি টেস্ট ও টি২০ ম্যাচ খেলা হিতে পারে ৩টি।

ডিসেম্বর-জানুয়ারিতে ২টি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
সূত্র-ইন্টারনেট।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর