হিজড়া সম্প্রদায়ের সাথে পুলিশের মত বিনিময় সভা ও ঈদ সামগ্রী বিতরণ

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বসবাসরত তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে এক মত বিনিময় সভা ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুন) দুপুরে আশুলিয়ার বাইপাইলে এলাহী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের ঢাকা জেলা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম মহোদয়ের উপস্থিতিতে হিজরা সম্প্রদায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মাদ রিজাউল হক দিপু, স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর