টঙ্গীতে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ

গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এম.এইচ.টি ট্রেডার্স নামক একটি নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১লা ডিসেম্বর) টঙ্গীর বড় দেওড়া এলাকায় টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

এসময় কারখানা থেকে আনুমানিক ৩ টন নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগ ও আনুমানিক ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয় এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে এমএইচটি ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর