আজকের শেয়ারবাজার

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫০টি কোম্পানির ২৫ কোটি ৩৪ লক্ষ ৭০ হাজার ৬৭৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৬৩ কোটি ৮৪ লক্ষ ৭২ হাজার ৯৫৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (উঝঊঢ)আগের কার্যদিবসের চেয়ে ৩৭.১১ পয়েন্ট বেড়ে ৪৯০৩.৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.১১ পয়েন্ট
বেড়ে ১৬৯৫.৫১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (উঝঊঝ) ৬.৩৮ পয়েন্ট বেড়ে ১১২০.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-
বেক্সিমকো ফার্মা,
প্রগতী ইন্সুরেন্স,
আইএফআইসি ব্যাংক লিঃ,
বেক্সিমকো লিঃ,
আমরা নেটওয়ার্ক,
বিএসসিসিএল,
ন্যাশনাল ফিডমিল,
কাসেম ইন্ডাস্ট্রিজ,
নর্দান ইসলামী ইন্সুরেন্স ও নিটল ইন্সুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:
অগ্নী সিস্টেম,
ন্যাশনাল ফিড মিল,
আমরা নেটওয়ার্ক,
হামিদ ফেব্রিকস,
পেনিনসুলা চিটাগং,
এসএস স্টীল,
আমরা টেকনোলজিস,
কাসেম ইন্ডাস্ট্রিজ,
ইউনিয়ন ক্যাপিটাল ও ওয়ালটন হাই-টেক।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:
ইউনাইটেড পাওযার,
তাল্লু স্পিনিং,
সাভার রিফেক্টোরিজ,
বিএনআইসিএল, ফ্যামিলীটেক্স,
এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড,
মার্কেন্টাইল ইন্সুরেন্স,
আইসিবি এএমসিএল সেকেন্ড মিঃ ফাঃ,
আইএফআইসি ব্যাংক ১ম মিঃ ফাঃ ও হাক্কানী পাল্প।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৩৯২৭৮০০৬২৫০৯২.০০

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর