১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতিতে

দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিন বিষয়ের উপর গুচ্ছের অধীনে পরীক্ষা নেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অনুসরণ করে ভর্তি পরীক্ষা প্রণয়নের মাধ্যমে এসব বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ (মঙ্গলবার) সংশ্লিষ্ট ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য মো. সাজ্জাদ হোসেন, মুহাম্মদ আলমগীর, বিশ্বজিৎ চন্দ ও মো. আবু তাহের উপস্থিত ছিলেন

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি কেবলমাত্র ৩টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এর আগে গতবছর ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছে ভর্তি করা হয়েছিল।

গুচ্ছ পদ্ধতির বিশ্ববিদ্যালয়গুলো হলো- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,ঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর