চীন-পাকিস্তানের নতুন সামরিক চুক্তি

চীন ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সাক্ষরিত হয়েছে। আঞ্চলিক নিরাপত্তার খাতিরে এই চুক্তি সাক্ষরত হয়। গতকাল স্থানীয় সময় সোমবার ইসলামাবাদে পাকিস্তানী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়ি ফুং খার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের সামরিক সহযোগীতা বাড়ানো হবে বলে নিশ্চিত করা হয়।

চীনের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী নিজে ও পাকিস্তানের পক্ষে সেনা প্রধান এবং আর্মি চিফ অব স্টাফ জেনারেল নাদিম রেজে এই চুক্তিপত্রে সই করেন।

সর্বশেষ ৩ মাসে চীনের প্রতিরক্ষামন্ত্রি দ্বিতীয়বারে মত পাকিস্তান সফরে গেলেন। বৈঠকে দু’দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগীতার পাশাপাশি আঞ্চলিক ও সীমান্ত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

এই দুই দেশের মাঝে গড়ে ওঠা বিশেষ সিপিইসি নামে যে অর্থনৈতিক করিডোর স্থাপন করা হয়েছে সেটিও দুই দেশের মাঝে নতুন দিগন্তের দ্বার উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর