সংবাদকর্মীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই

ঢাকার মগবাজার এক সংবাদকর্মী রাতে রেললাইন ধরে বাসায় ফেরার পথে চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা নিয়ে গেছে ছিনতাইকারী। ভুক্তভোগি মিথুন চৌধুরী আরটিভির কর্মী, সে মগবাজার এলাকাতেই থাকেন।

সোমবার রাত ১১টার দিকে মিথুন চৌধুরী রেললাইন ধরে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মিথুন বলেন, “হঠাৎ পেছন থেকে কেউ এসে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় আমার চোখে। আমার পকেটে থাকা ১৫ হাজার টাকা মুহূর্তের মধ্যে কেড়ে নেয় তারা। অন্য পকেটে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও আমার বাধার মুখে ছিনতাইকারীরা ব্যর্থ হয়।”

মিথুন জানান, মিথুন তাৎক্ষণিকভাবে চিৎকার করে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলে পালিয়ে যায় তারা। ওই সময় আশপাশে অনেকে চলাচল করলেও চিৎকারে কেউ এগিয়ে যায়নি।

বায়েজিদ হোসেন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সন্ধ্যা হলেই অন্ধকার হয়ে যায় মগবাজার রেললাইন। রাতে সেখানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাছাড়া এলাকায় প্রায়ই ছোটখাটো চুরির ঘটনা ঘটে।

তিনি বলেন, “এলাকায় পুলিশ টহল থাকলেও নিরাপত্তা দিতে পারছে না পুলিশ। পুলিশের তৎপরতা বাড়ানো দরকার।”

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহীউদ্দিন ফারুক বলেন, “আমরা ঘটনাটি শোনার সাথে সাথে উপস্থিত হয়েছি ঘটনাস্থলে। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর