২৫ পৌরসভায় ধানের শীষ পেলেন যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ২৫ পৌরসভার মধ্যে ২৫ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও দলের ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজুদ্দিন দলের মহাসচিবের স্বাক্ষরীত প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন ।

সোমবার (৩০ নভেম্বর) চূড়ান্ত করা হয় এই ২৫ পৌরসভার প্রার্থী।

আগামী ২৮ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখে অনুষ্ঠিতব্য ২৫ টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থীগণের তালিকা নিম্নে উল্লেখ করা হলো-

১. পঞ্চগড় পঞ্চগড় – মোঃ তৌহিদুল ইসলাম
২. ঠাকুরগাঁও পীরগঞ্জ – মোঃ রেজাউল করিম (রাজা)
৩. দিনাজপুর ফুলবাড়ী মেয়র – মোঃ শাহাদাৎ আলী
৪. রংপুর বদরগঞ্জ মেয়র – মোঃ ফিরোজ শাহ
৫. কুড়িগ্রাম কুড়িগ্রাম – মোঃ শফিকুল ইসলাম
৬. রাজশাহী পুঠিয়া – মোঃ আল-মামুন
৭. রাজশাহী কাটাখালী – আধ্যাপক মোঃ সিরাজুল হক
৮. সিরাজগঞ্জ শাহজাদপুর- মোঃ মাহমুদুল হাসান
৯. পাবনা চাটমোহর – মোঃ আসাদুজ্জামান আরশেদ
১০. কুষ্টিয়া খোকসা – রাজু আহম্মেদ
১১. চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা – মোঃ সিরাজুল ইসলাম (মনি)
১২. খুলনা চালনা – মোঃ আবুল খায়ের খান
১৩. বরগুনা বেতাগী – মোঃহুমায়ুনকবির
১৪. পটুয়াখালী কুয়াকাটা – মোঃ আবদুল আজিজ
১৫. বরিশাল উজিরপুর – মোঃ শহিদুল ইসলাম খান
১৬. বরিশাল বাকেরগঞ্জ- এস, এম, মনিরুজ্জামান
১৭. ময়মনসিংহ গফরগাঁও – শাহ আব্দুল্লাহ আল-মামুন
১৮. নেত্রকোনা মদন – মোঃ এনামুল হক
১৯. মানিকগঞ্জ মানিকগঞ্জ – মোঃ আতাউর রহমান আতা
২০. ঢাকা ধামরাই – দেওয়ান নাজিম উদ্দিন
২১. গাজীপুর শ্রীপুর- মোঃ শহিদুল্লাহ্ শহিদ
২২. সুনামগঞ্জ দিরাই -মোঃ ইকবাল হোসেন চৌধুরী
২৩. মৌলভীবাজার বড়লেখা – আনোয়ারুল ইসলাম
২৪. হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ- এম এফ আহমেদ অলি
২৫. চট্টগ্রাম সীতাকুন্ড- মোঃ আবুল মুনছুর

এদিকে ২৮ নভেম্বর ২৫টি পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

উল্লেখ্য,নির্বাচন কমিশন (ইসি) গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে । ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে।

বার্তাবাজার/এম,এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর