করোনাকালে ঘরে বসে শিশুদের আঁকা ছবি নিয়ে দুইদিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন

পাবনার চাটমোহরে দুইদিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক সহ অনেকে উপস্থিত ছিলেন।

‘চিত্রগৃহ চাটমোহর’র উদ্যোগে করোনাকালীন ঘরে বসে শিক্ষার্থীদের আঁকা সব ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ছবি- বার্তা বাজার

পরে অতিথিরা প্রদর্শনীর ছবি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের আঁকা ছবি ও আয়োজনের প্রশংসা করেন। প্রদর্শণীতে বিভিন্ন মনীষী, করোনা, ফুল, পাখি সহ বিষয় ভিত্তিক ছয় শতাধিক ছবি স্থান পেয়েছে। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রদর্শণী উন্মুক্ত থাকবে। মঙ্গলবার শেষ হবে দুদিনের এ প্রদর্শণী।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর