সেনেগালের প্রাক্তন মিডফিল্ডার পাপা বউবা মারা গেছেন

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র ৪২ বছর বয়সে সেনেগালের সাবেক মিডফিল্ডার পাপা বউবা ডায়োপ মারা গেছেন।

২০০২ সালের বিশ্বকাপে ফ্রান্সকে হারানোর নায়ক বউবা রোববার মারা যান বলে জানিয়েছে বিবিসি স্পোর্টস।

২০০২ বিশ্বকাপের উদ্বোধনী খেলায় ফ্রান্সকে ১-০ গোলে পরাজিত করেছিল সেনেগাল। সেই খেলায় সেনেগালের পক্ষে একমাত্র গোলটি করেছিলেন ডায়োপ। ফরাসিদের ওই পরাজয় বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে আজও।

সেই বিশ্বকাপে ডায়োপের নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছে ফুটবলবিশ্বকে চমকে দেখিয়েছিল সেনেগাল। ওই টুর্নামেন্টে উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বে ৩-৩ অমিমাংসিত ম্যাচেও ডাওপের পা থেকে এসেছিল জোড়া গোল।

২০১৩ সালে অবসরে যাওয়ার আগে সেনেগালের হয়ে ৬৩ টি ম্যাচ খেলেছেন ডায়োপ। গোল করেছেন ১১টি।

ডায়োপের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।

ফিফা শোক বার্তায় লিখেছে, ‘একসময়ের বিশ্বকাপ হিরো আজীবন বিশ্বকাপ হিরো হয়েই থেকে যাবেন।’

ডায়োপ ফুলহ্যাম এবং পোর্টসমাউথেও খেলেছিলেন। এছাড়া ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং বার্মিংহাম সিটির হয়েও খেলেছিলেন তিনি।

ইংলিশ প্রিমিয়র লিগে ১২৯ ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন সেনেগালের এই কিংবদন্তি।

ডায়োপের মৃত্যুতে তার সাবেক ক্লাব ফুলহ্যামও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছে।

বিশ্বকাপ ও ইপিএল ছাড়াও চারটি আফ্রিকা কাপ অফ নেশনস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন ডায়োপ।

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর