করোনায় আক্রান্তের সংখ্যা সোয়া ৬ কোটি

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে সোয়া ৬ কোটিতে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সারাবিশ্বে মারা গেছে ১৪ লাখ ৫৮ হাজার জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, আজ সোমবার সকাল পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ২৬ লাখ ৭০ হাজার ১৫৩ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪ কোটি ৭০ হাজার ৫৩৪ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ সোমবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ১১৩ জন এবং মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন। মারা গেছেন ৬ হাজার ৬০৯ জন।

বার্তাবাজার/এম.এ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর