জামায়াত নেতারা খোলস পাল্টে হেফাজতে আশ্রয় নিয়েছে- নওফেল

যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামীর নেতারা এখন তাদের খোলস পাল্টানোর চেষ্টা করছে। জামায়াতিদের অনেকেই এখন হেফাজতে ইসলামের ব্যানারের নিচে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড়ে সাবেক ছাত্রলীগ নেতা মহিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপমন্ত্রী এ অভিযোগ করেন।

দেড় দশক আগে ২০০৪ সালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) কথিত ক্রসফায়ারে নিহত হয়েছিলেন ছাত্রলীগ নেতা মহিম।

প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, ‘হেফাজতের নেতারা এখন বক্তব্য দিচ্ছেন জামায়াতি স্টাইলে। অথচ বর্তমান সরকার কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন নিশ্চিত করেছে। এরপরও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা এখন যেভাবে বক্তব্য দিচ্ছেন-হুঙ্কার দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তারা জামায়াতের প্রেতাত্মা।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে নামি-দামি ব্যক্তিদের ভাস্কর্য আছে। শুধুমাত্র বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য স্থাপন নিয়ে তুলকালাম কাণ্ড সৃষ্টি করছে। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।’

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা নুরুল আনোয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা এম ইউনুস, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, চসিকের সাবেক কাউন্সিলর কফিল উদ্দীন খান, সাবেক যুবনেতা জাহাঙ্গীর আলম, নগরীর বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দীন প্রমুখ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর