কালিহাতীতে লৌহজং নদীর ভাঙ্গন, আতঙ্কে গ্রামবাসী

রবিবার সকালে টাঙ্গাইলে কালিহাতী উপজেলা লৌহজং নদীর ভাঙ্গনের কবল থেকে মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, বাঁশী ও বড় বাসালিয়া গ্রামকে রক্ষা করার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী উপজেলার আশরাফুল উলম মাদ্রাসার সামনে লৌহজং নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কয়েক হাজার গ্রামবাসি অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আশরাফুল উলম মাদ্রাসার সভাপতি তোফাজ্জল হোসেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর মুক্তার আলীসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ড্রেজিং ও অবৈধ বালু উত্তোলনের ফলে লৌহজং নদীর ভাঙনে ১০টি গ্রামের কয়েক হাজার বাড়ি-ঘর ও ফসলী জমি নদীগর্ভে চলে গেছে। এখন নদীর ভাঙনের কবল থেকে আশরাফুল উলম মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, বাঁশী ও বড় বাসালিয়া গ্রামকে রক্ষা করার জন্য সরকারের নিকট দাবি জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর