জুয়ার আসরে সংঘর্ষ: যমুনা নদী থেকে ৩ জুয়ারির মরদেহ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার আসরে সংঘর্ষে যমুনা নদীতে নিখোঁজ হওয়ার ৩ জুয়ারির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে ভূয়াপুর উপজেরার বাসীদকল চর নলিনবাজার এলাকা ও দুপুরে সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়নের বাশুরিয়া যমুনা নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশ হলো উপজেলার পোগলদিঘা ইউপির পাখিমারা গ্রামের শামছুল হকের ছেলে ছানোয়ার হোসেন ছানু (৪০) ও ভুয়াপুরের গোবিন্দাসী গ্রামের বারেক মন্ডলের ছেলে ফজল মিয়া (৪০) ও একই উপজেলার শাখারিয়া গ্রামের মৃত জমসের খাঁনের ছেলে হাফিজুর রহমান খাঁনের (৪৫)।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য শনিবার সন্ধ্যায় তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের উপ -পরিদর্শক মো. ইউনুস আলী ও কনস্টেবল মনির উদ্দিনকে জামালপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের চর বাশুরিয়া এলাকার যমুনা নদীতে গত বৃহষ্পতিবার (২৬ নভেম্বর) রাতে জুয়ার আসর বসে। জুয়ার আসরে আধিপত্য বিস্তার ও টাকার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে জুয়ারিদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রায় ১০জন জুয়ারি আহত হয়। এদেরমধ্যে ঘটনাস্থলেই তিন জুয়ারি গভীর যমুনা নদীতে নিখোঁজ হয়ে যায়।

রবিবার দুপুরে সরিষাবাড়ী ও ভুয়াপুর উপজেলার সিমান্তবর্তী এলাকার যমুনা নদীর বিভিন্ন স্থানে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সরিষাবাড়ী ও ভূয়াপুর থানার পুলিশ গিয়ে লাশ গুলো উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের উপজেলার মধ্যে দুইটি লাশ পাওয়া গেছে। অন্যটি ভূয়াপুর উপজেলায়। আমরা দুইটা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। পরে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এছাড়া দায়িত্ব অবহেলার কারনে তারাকান্দী পুলিশ তদন্তকেন্দ্রের উপ -পরিদর্শক মো. ইউনুস আলী ও কনস্টেবল মনির উদ্দিনকে পত্যাহার করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর