কুমার নদীর মাটি যাচ্ছে ইটের ভাটায়

ফরিদপুরের বোয়ালমারীতে কুমার নদীর মাটি ইট ভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, কয়েক মাস আগে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত কুমার নদী পুনঃখনন করে ওই মাটি দিয়ে নদীর পাড় উঁচু করা হয়। গত ১৫-২০ দিন ধরে পরমেশ্বরদী গ্রামের কুমার নদীর পাড় থেকে ভেকুর সাহায্যে পাড়ে রাখা মাটি কেটে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে।

রবিবার (২৯ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্রলিতে করে নদীর পাড়ে রাখা মাটি চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত ‘বন্যা ব্রিকস’-এ নেয়া হচ্ছে।

বন্যা ব্রিকসের মালিক বিষ্ণু সাহা বলেন, ‘বিভিন্ন জন আমার ভাটায় মাটি সরবরাহ করে। হাসামদিয়ার সিরাজ শেখ নামের একজন ওই মাটি আমার নিকট বিক্রি করে।’

সিরাজ শেখ বলেন, ‘আমি প্রতি ট্রাক মাটি ৭৫০ টাকা করে বিভিন্ন ভাটায় বিক্রি করছি।’

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘আমি আজ (রবিবার) নিজে গিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর