চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য নতুন আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (২৯ নভেম্বর) নগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য নতুন আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করা হয়।

এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, কেবল বেসরকারি চিকিৎসা কেন্দ্রের উপর নির্ভর করে কখনো কোন জেলা বা শহরের বাসিন্দাদের চিকিৎসা ব্যবস্থা চলেনা৷ এজন্য সরকারি চিকিৎসা ব্যবস্থাও বাড়ানো প্রয়োজন। তাই করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ সামলাতে জেনারেল হাসপাতালে নতুন আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সরকারি চিকিৎসা সেবা বাড়াতে জেনারেল হাসপাতালে শীঘ্রই আরো ৫০০ শয্যার একটি ইউনিট তৈরির ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার দাশ, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব মাসুম, জুনিয়র কনসালটেন্ট হামিদুল্লাহ মেহেদি সহ প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর